লেখকের কথা
এ বছর, ১৯৮৩ সালে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিষ্ট পার্টির আশিতম বর্ষপূর্তি পালিত হচ্ছে। ১৯০৩ সালে প্রতিষ্ঠার পর মাত্র ১৪ বছরের মধ্যে লেনিন প্রতিষ্ঠিত এই পার্টির নেতৃত্বে দুনিয়ার প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব কামিয়াব হয়। সেই বিপ্লবও আজ সকল বাধা-বিঘ্ন অতিক্রম করে তার ছেষট্টি বছর বয়স অতিক্রম করতে চলেছে এবং শ্রমিক- কৃষকের দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন সকল ক্ষেত্রে অমিত শক্তি অর্জন করেছে, সার্বিক উৎকর্ষ সাধিত হয়েছে। এই পার্টির ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ করেই বর্তমান গ্রন্থটি এই বছরে রচিত ও প্রকাশিত হোল।
গ্রন্থটি রচনার ক্ষেত্রে বিশেষভাবে আমাকে উদ্বুদ্ধ করেছেন বাংলা- দেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদ। এই সময়কালে তার শত ব্যস্ততার মাঝেও তিনিই প্রথম পাণ্ডুলিপিটি পাঠ করেছেন এবং তার মূল্যবান সংশোধনীসমূহ বইটির মান বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হয়েছে। সেজন্য আমি তার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।
বস্তুতঃ এই বইয়ের শিরোনাম থেকেই বোঝা যায় যে বইটিতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে রাশিয়াতে শ্রমিক-কৃষক কর্তৃক রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনাটির প্রতি। এই বই মূলতঃ দুটি উদ্দেশ্যকে সামনে রেখে লেখা হয়েছে। প্রথমতঃ রাশিয়াতে শ্রমিক-কৃষকের বিজয়ের পেছনে যে সমস্ত সাধারণ ও বিশেষ ঐতিহাসিক কারণগুলি সক্রিয় ছিল তা পাঠকের সামনে সংক্ষেপে সুষ্ঠ ভাবে এবং সহজবোধ্য ভাষায় তুলে ধরা। দ্বিতীয়তঃ আমাদের দেশে সম্প্রতি গণতন্ত্রের দাবীতে যে ব্যাপক ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে উঠেছে তা যাতে লক্ষ্যভ্রষ্ট না হয় অথবা বুর্জোয়া গণতন্ত্রেই থেমে না থাকে এবং যাতে তা পর্যায়ক্রমে মুক্তিবিপ্লবে রূপান্তরিত হতে পারে সেজন্য পাঠকদের সজাগ ও উদ্বুদ্ধ করতে সাহায্য করা।
রাশিয়ার শ্রমিক-কৃষক কিভাবে বিপ্লব করেছিল
মাহবুবুল মোকাদ্দেস আকাশ
প্রকাশক : প্রাচ্য প্রকাশনী
৬৭/৩ কাকরাইল, ঢাকা-২
মুদ্রক : সুবর্ণ মুদ্রায়ণ
৭৮/২এ রামকৃষ্ণ মিশন রোড, ঢাক-৩
প্রকাশকাল: ৭ই নভেম্বর, ১৯৮৩
প্রচ্ছদ পরিকল্পনা : কাজী হাসান হাবিৰ
How the workers and peasants of Russia has made the revolution by Mahbubul Mokaddem
মূল্য : দশ টাকা