রূপান্তর
একখানি বেঞ্চ দখল করিয়া দিব্য নিদ্রা দিতেছিলাম, কিউল জংশনে হঠাৎ ঘুমটা ভাঙিয়া যাওয়ায় বুঝিতে পারিলাম অবস্থা সঙ্কটজনক। পা দুইটা কখন গুটাইয়া গেছে এবং যেমন চাপ, সন্দেহ রহিল না যে অর্ধেকটা বেঞ্চ এখন অন্য সবার কবলে। আমি আর চক্ষু খুলিলাম না। মনে হইল ভদ্রলোক দেখিয়াই আর এ ভদ্রতাটুকু রক্ষা করিবে না; আর কিছু না হোক, চোখ খুলিলে নিজেও চক্ষু লজ্জায় পড়িয়া যাইব, উঠিয়া বসিতে হইবে।
মটাকা মারিয়া পড়িয়া থাকিয়া আবস্থাটা বেশ ভালো করিয়া অনুধাবন করিবার চেষ্টা করিতে লাগিলাম, ক্রমে ক্রমে ধারণাটা স্পষ্টও হইয়া আসিতে লাগিল।
মিথিলার লোকেরা বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল ঢালিতে যাইতেছে। এতক্ষণ মোকামা থেকে আরম্ভ করিয়া তার্ড ক্লাসগুলা ভরতি করিয়াছে, জায়গা না হওয়ায় লুপ লাইনের নূতন যাত্রীর দল ইন্টা, সেকেন্ড ক্লাসে এইবার ঠেলা দিল।…
রূপান্তর
বিভূতিভূষণ মুখোপাধ্যায়
প্রথম প্রকাশ : কার্তিক, ১৩৫৭
প্রকাশক : শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়
বেঙ্গল পাবলিশার্স
১৪, বঙ্কিম চাটুজ্জে ষ্ট্রীট
কলিকাতা-১২
মূল্য : দু’ টাকা