কলেজে পড়ার সময় র্যালফ ফক্সের ‘দি নভেল অ্যান্ড দি পিপল’ বইটির
নাম শুনেছিলাম। বইটি পড়ে ভালো লেগেছিল। প্রাঞ্জলতা, তবে তার সঙ্গে মিশেছিল নিশ্চয় আমার এর একটি কারণ ছিল গড়ে উঠতে থাকা দৃষ্টি- পত্রিকার তাগিদে এই বইটি ফক্সের লেখা আরো অনেক ভঙ্গির প্রভাব। বছর চারেক আগে একটি ছোট নিয়ে লেখার প্রস্তুতিপর্বে জানলাম, এই একটি নয়, গালি বই আছে। সেই রচনাবলীর বৈচিত্র্য ও পরিমাণ নিতান্ত কম নয়। ফক্সের উপন্যাস সম্পর্কিত বক্তব্য নিয়ে আমার সামান্য লেখাটি যত শেষের দিকে যেতে লাগল, অন্যান্য বইগুলি নিয়ে লেখার ইচ্ছেটাও ততই বাড়তে লাগল। যখন জানতে পারলাম ফক্স বিষয়ে বাংলায় দূরে থাক, ইংরেজিতে ও কোনো বই নেই, বিস্তৃত আলোচনা নেই, তখন ইচ্ছেটা পরিণত হতে লাগল জেদে৷ কতো লোক কতো কাণ্ড ক’রে ঐহিকতার ষোলো আনা নিংড়ে আদায় করে নিল আর ইনি ব্যক্তি জীবনের সখে ও প্রতিষ্ঠা তুচ্ছ ক’রে শ্রমিক শ্রেণীর কাজে সবটা সময় দিয়ে পৃথিবী ছেড়েই চলে গেলেন মাত্র ছত্রিশ বছর বয়সে। ডুয়েল লড়তে গিয়ে নয়, নৈরাশ্যে আত্মহননে নয়, সত্যিকারের যুদ্ধ করতে গিয়েই ফক্স প্রাণ দিয়েছিলেন। ফক্স অরওয়েল নন, কোয়েসলার নন, অডেন বা স্পেন্ডার ও নন৷ এক্ষেত্রে তুলনীয় অন্ততঃ একটি নাম। তা, ক্রিস্টোফার কডওয়েল। দুজনেরই মৃত্যু হয় স্পেনীয় রণাঙ্গনে, যে মৃত্যু হাঁসের পালকের মতো নয়, পাহাড়ের মতোই ভারী বলেই মনে করি। হয়ত তাই একটা গুলানিবোধ, একটা দায়বদ্ধতা, আমাকে ঘাড়ে ধরে শত প্রতিকূলতার মধ্যেও বাধ্য করেছে এই বই লিখতে। এখানে একটি কথা স্পষ্ট করে বলে নিতে চাই৷ পণ্ডিতদের কোনো কাজে লাগবে না। মার্ক্সবাদী সংস্কৃতি-কর্মীদেরও কতটুকু তবে, আমি ফক্সের লেখা পড়ে আনন্দ পেয়েছি, উপকৃত হয়েছি। নিতান্ত পরিচিতি মূলক এই বইটি মারফৎ আমি এই আনন্দের ভাগ দিতে চাই আমার বন্ধুদের।
কাজে লাগার যোগ্য হল তা বলতে পারব না।
এ বই ফক্সের যে কটি বই পড়ার সংযোগ আমার হয়েছে তাতে দেখছি যে বহ জায়গায় তিনি ভারতবর্ষ, তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানা সমস্যা নিয়ে অনেক মন্তব্য করেছেন। তৃতীয় দশকের পাশ্চাত্ত্য মার্ক্সবাদীরা ভারতবর্ষ সম্পর্কে কেমন ভাবতেন তার পরিচয় পেতে আমাদের আগ্রহ জাগা স্বাভাবিক। সে পরিচয় সামান্য দেবার চেষ্টা করেছি। মার্ক্সীয় দৃষ্টিকোণে…
র্যালফ ফক্স : রাজনীতি, সংস্কৃতি, ভারতনীতি
রবিন পাল
গ্রন্থমন্দির প্রকাশন
১০/২বি, রমানাথ মজমদার স্ট্রীট
কলিকাতা – ৭০০ ০০৯
প্রথম প্রকাশ : আগষ্ট, ১৯৯১
প্রকাশিকা : শ্ৰীমতী তপতী বন্দ্যোপাধ্যায়
উত্থক প্রকাশনী
৪০, মহারাণী ইন্দিরাদেবী রোড, কলকাতা ৭০০০৬০
প্রচ্ছদ : আদিত্য পাল, গোবিন্দ পাল
মুদ্রক : গোপালচন্দ্র পাল
স্টার প্রিন্টিং প্রেস
২১/এ, রাধানাথ বোস লেন, কলকাতা ৭০০০০৬
মূল্য : পঞ্চাশ টাকা