লেমিন স্মরণে প্রবিষ্ট ছাত্রদের প্রতি উৎসর্গিত।
বিষয়বস্তু হিসাবে লেনিনবাদের ভিত্তি খুবই ব্যাপক । আলোচনা করতে গেলে সম্পূর্ণ একটা বই বলতে কি, অনেকগুলো বই-ই দরকার হবে।
জে, ভি, স্তালিন এ সম্বন্ধে পুরোপরি লেগে যাবে। সত্যি কথা সুতরাং স্বভাবতই, আমার বক্ত তার মধ্যে লেনিনবাদের সম্পূর্ণ আলোচনা থাকবে এমন আশা করা যায় না। বড় জোর, এতে লেনিনবাদের ভিত্তি সম্বন্ধে একটা মোটামুটি চুম্বক দেওয়া চলতে পারে। লেনিনবাদ সম্বন্ধে সাফল্যের সঙ্গে আলোচনা করতে গেলে যে যে মূল বিষয়গুলো সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দরকার তা লিপিবদ্ধ করার জন্য—এই সংক্ষিপ্ত চুম্বক দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি ।
এক কথা নয় ৷ লেনিন তাঁর বিশ্বদর্শনের ভিত্তি। লেনিনবাদের অর্থ ব্যখ্যা লেনিনবাদের ভিত্তি ব্যাখ্যা করার অর্থ কিন্তু এ নয় যে, আমরা লেনিনের বিশ্বদর্শনের ভিত্তি ব্যাখ্যা করব। লেনিনের বিশ্বদর্শন ব্যাখ্যা করা আর লেনিনবাদের ভিত্তি ব্যাখ্যা করা ছিলেন মার্কসবাদী। সুতরাং মার্কসবাদই ছিল কিন্তু তা থেকে মোটেই মনে করা চলে না যে, করতে গিয়ে মার্কসবাদের ভিত্তি কি তার ব্যাখ্যা দিয়ে শুরু করতে হবে। লেনিনের মতবাদ ব্যাখ্যা করার অর্থ এই যে, লেনিনের গ্রন্থাবলীতে যা কিছু নতুনত্ব আর বৈশিষ্ট্য আছে, ‘মার্কসবাদের সাধারণ কোষাগারে লেনিন যা দান করেছেন, যা স্বভাবতই শুধু তাঁরই নামের সঙ্গে জড়িত —তারই ব্যাখ্যা করা। আমার বক্তৃতাতে একমাত্র এই অর্থেই আমি লেনিন- বাদের ভিত্তি কথাটা ব্যবহার করব ।
এখন দেখা যাক, এই লেনিনবাদ আসলে কি ?
কেউ কেউ বলেন, লেনিনবাদ হচ্ছে রুশ দেশের বিশেষ অবস্থায় মার্কসবাদের প্রয়োগ। এই সংজ্ঞার মধ্যে কিছুটা সত্য আছে বটে কিন্তু
লেনিনবাদের ভিত্তি
জে, ভি, স্তালিন
চলন্তিকা বইঘর
প্রকাশক : এম, ইউ, ভূঞা চলন্তিকা বইঘর
১৪, বাংলা বাজার, ঢাকা-১
ফোনঃ 257345
দ্বিতীয় মূদ্রণ : মাঘ, ১৩৮৯ বাং
মুদ্রক : চলন্তিকা প্রেস
১৪, বাংলা বাজার ঢাকা-১
মূল্য : সাড়ে সাত টাকা মাত্র
