গৌরবনক্ষত্র তাজুলের কথা
উনিশশ’ চুরাশি থেকে দু’হাজার ছয়। বাইশ বছর আগে বাংলাদেশের শ্রমিকের একদা রাজধানী আদমজী পাটকল প্রান্তরে একদল দানব একজন অসাধারণ মানবের জীবনদীপ নিভিয়ে দিয়েছিল।
ভেবেছিল দানবেরা চিরপদানত করে রাখবে মানবভুবন। সেই দানববাহিনী, দাবনকুলপতিরা ইতিহাসের ঘৃণার পাতায়। আর মানবেতিহাসের শেষ্ঠ পাতায় ঠাঁই মিলেছে গ্রামবাংলার সাধারণ পর্ণকুটিরের এক অসাধারণ সন্তান শহীদ তাজুল ইসলামের।
তাজুল-প্রয়াণের বাইশ বছরে জানাচ্ছি শ্রদ্ধার অক্ষরে নবপ্রণতি। গৌরবনক্ষত্র তাজুল পথ দেখাচ্ছে বিপ্লবের ধ্রুবতারা হিসেবেই।
সম্পাদনা পরিষদ…
বিপ্লবের ধ্রুবতারা
শহীদ তাজুল ইসলাম
প্রয়াণের বাইশ বছর : স্মারক গ্রন্থ
সম্পাদনা পরিষদ : মুনীরুজ্জামান, আবুল কালাম আজাদ, সাহিদা পারভীন শিখা
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কর্তৃক প্রকাশিত
প্রকাশক
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে
ফেকুলাল ঘোষ কমল
শিক্ষা ও গবেষণা সম্পাদক
২৩/২, তোপখানা রোড
ঢাকা-১০০০
প্রচ্ছদ : অশোক কর্মকার
কৃতজ্ঞতা :মুহম্মদ হিলাল উদ্দিন, রঞ্জন কর্মকার, আশফাক আহমেদ খান তাজ, নুরজাহান মোরশেদ কামাল উদ্দিন
মুদ্ৰক : ইন্টারগ্রাফিক লিমিটেড
২৭/৫/খ, তোপখানা রোড
সেগুন বাগিচা, ঢাকা-১০০০
প্রকাশনা : মার্চ ২০০৬
মূল্য : পঞ্চাশ টাকা