অবতরণিকা
অতি প্রাচীনকালে তওঙ্গরন্নবী নামে এক প্রবল পরাক্রমশালী বাদশাহ পারস্য রাজ্যের অধিপতি ছিলেন। তাঁর পরাক্রমে নিকটবর্তী রাজারা ত্রস্ত হয়ে তাঁর বশ্যতা স্বীকার করেছিলেন। প্রজারাও বাদশাহকে পিতার মত ভক্তি-শ্রদ্ধা করিত।
বাদশাহের এক পুত্র ও এক কন্যা ছিল। পুত্রও পিতার মতই বীরও সর্বগুণ-সম্পন্ন ছিলেন। আরবী, ফারসী, গ্রীক, ইটালিয়ান, জার্মান প্রভৃতি নান ভাষায় তিনি অভিজ্ঞ হয়েও ঐ সব দেশের রাজনীতি ও আচার ব্যবহার সম্বন্ধে হাতে-কলমে অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একদা বিদেশ-ভ্রমণে বেরিয়ে পড়লেন।
মেয়ের নাম ফরোখনাজ। তিনিও ভাইয়ের মত নানা বিদ্যা শিক্ষা করেছিলেন। অশ্বারোহণেও তাঁর বিশে পটুতা দেখা যেত। তার ওপর তী ধনুকের লক্ষ্যও ছিল তাঁর অব্যর্থ। প্রায়ই তিনি অশ্বারোহণে মৃগয়ায় বের হতেন। শিকার ছিল শাহজাদীর অত্যন্ত প্রিয়।…
সচিত্র পারস্য উপন্যাস
সম্পাদনায় : সৈয়দ নূরুল হুদা
প্রকাশনায় : মোঃ জাকির হোসেন
প্রতিভা বিকাশ
৫৩/২, নর্থ ব্রুক হল রোড, ঢাকা-১
তৃতীয় সংস্করণ : আগস্ট, ১৯৭২
মূল্য : পাঁচ টাকা মাত্র