তিন হাজার আটশ বছর আগের কথা। নীল নদের তীরে পরা- ক্রমশালী ফারাও সাম্রাজ্যে শোষণ আর গণদারিদ্রের বিরুদ্ধে কৃষক, কারিগর ও দাসরা ব্যাপকভাবে অভ্যুত্থান শুরু করে। খ্রীষ্টপূর্ব আঠারশ শতাব্দীতে মিশরের ব্যাপক সংখ্যক মানুষ বিদ্রোহের ঝাণ্ডা উড়িয়ে সারাদেশে দাস মালিক-ভূস্বামীদের বাড়িঘর, ধন সম্পদ দখল করে রাজধানী অভিমুখে ধাবিত হয় । মধ্য ফারাও সাম্রাজ্যের সম্রাট ভয়ে দেশত্যাগ করে, সাথে সাথে অভিজাত ভূ-স্বামীরাও সম্রাটের পদাঙ্ক অনুসরণ করে। বিক্ষুব্ধ কৃষক জনতা খাদ্য ও ধনসম্পদ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কর আদায়ের দলিলপত্র পুড়িয়ে ফেলে, মন্দির, কোষাগার আর পিরামিডের সকল সম্পদ নিয়ে আসে নিজেদের অধিকারে। কিন্তু এই সফল অভ্যুত্থানের পরও কৃষক জনতা নিজেদের অনুকূলে কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় ৷ বরং দেশের এই সংগ্রামমুখর মুহূর্তে এশিয়ার হিকসস যাযাবর গোষ্ঠী উড়ে এসে জুড়ে বসে মিশরের সিংহাসনে । এর দেড়শ বছর পর ফারাও বংশীয়রা আবার মিশর দখল করে শক্ত সামরিকতন্ত্র কায়েম করে ।
সমাজতান্ত্রিক বিপ্লব দেশে দেশে
নিতাই দাস
প্রকাশকাল : এপ্রিল, ১৯৮৭
চৈত্র, ১৩১৩
প্রচ্ছদ : অশোক কর্মকার
প্রকাশিকা : জনা দাস
নয়া পল্টন, ঢাকা
মূল্য : ৫০ টাকা (শোভন), ২৫ টাকা (সুলভ)
পরিবেশক: জাতীয় সাহিত্য প্রকাশনী, ৫১, পুরানা পল্টন, ঢাকা
মুদ্রক : মোতাহার হোসেন, প্যাপিরাস প্রেস, ১৫৯, আরামবাগ, ঢাকা।