দ্বিতীয় সংস্করণ সম্পর্কে দু’ একটি কথা
‘ভারতের সমাজ বিপ্লবে সংস্কৃতির প্রশ্ন’ গ্রন্থের পরিবদ্ধিতে ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল ।
কোন গ্রন্থের একাধিক সংস্করণ প্রকাশ লেখকের পক্ষে অবশ্যই আনন্দের বিষয় । গ্রন্থটি পাঠকদের নিকট সমাদর লাভ করলেই এটা সম্ভব হয় ।
বর্তমান গ্রন্থটির ক্ষেত্রে বৈশিষ্ট্য হল যে গ্রন্থটির আলোচ্য বিষয় একেবারে সাধারণ নয়। সমাজ বিপ্লবের ক্ষেত্রে ভারতের বিশেষ পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়েরই অবতারণা করা হয়েছে গ্রন্থটিতে ।
সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে কতকগুলি অভাবনীয় পরিবর্তন ঘটেছে। আগামী সমাজ বিপ্লবে তার প্রভাব অস্বীকার করা সম্ভব নয় ৷ কিন্তু এই পরিবর্তন বা সাময়িক পিছু হটা মূল বিপ্লবী তত্ত্ব বা তার মর্মবস্তুকে ভ্রান্ত! প্রতিপন্ন করে না। জগতের সর্বাপেক্ষা অগ্রসর এবং মানবিক সমাজবিজ্ঞান আজও পরিপূর্ণ সত্য এবং আগামী সমাজ বিপ্লব ঐ আদর্শকে অনুসরণ করেই অগ্রসর হবে। গ্রন্থটির পরিমার্জিত দ্বিতীয় সংস্করণে ঐ আদর্শই পুনর্বার ব্যক্ত হয়েছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে । কারণ সাম্প্রতিক বেদনাদায়ক অভিজ্ঞতা এই আদর্শের ভ্রান্তি প্রতিপন্ন করে না, প্রতিপন্ন করে আদর্শ রূপায়ণে বিচ্যুতি। তাই দ্বিত্বীয় সংস্করণে প্রতিফলন ঘটেছে এই নতুন অভিজ্ঞতার ।
গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ পাঠকদের নিকট অধিকতর সমাদর লাভ করবে, এই আশা করা বোধ হয় অন্যায় হবে না ।
কলকাতা
১লা মার্চ, ১৯৯২
গ্রন্থকার
সমাজ বিপ্লবে সংস্কৃতির প্রশ্ন ও ভারতীয় সমাজ
সুকোমল সেন
কে পি বাগচী অ্যাণ্ড কোম্পানী কলকাতা
প্রথম সংস্করণ : ১৯৮০ পরিমার্জিত
দ্বিতীয় সংস্করণ : ১৯৯২ © সুকোমল সেন
ISBN 81-7074-115-7
প্রকাশক : কে পি বাগচী অ্যাণ্ড কোম্পানী
২৮৬, বি. বি. গাঙ্গুলী স্ট্রীট কলকাতা-৭০০০১২
মুদ্ৰক : কালান্তর প্রেস
৩০/৬, ঝাউতলা রোজ, কলকাতা-৭০০০১৭