“কমরেড চৌঃ (চীন গণ প্রজাতন্ত্রের সম্মানিত প্রধান মন্ত্রী চৌ এন লাই ) আমাদের মনের মধ্যে একটি বিষয় জানার জন্যে ভীষনভাবে তোলপাড় করছে, তা হলো -সিংহলের যুব বিদ্রোহের অন্তর্নিহিত কার্যকারণ সম্পর্ক’। বিশ্বের প্রায় সবগুলি বড় দেশ-যথা, মার্কিন যাক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট বৃটেন, ফ্রান্স, চায়না ও ভারত সরকার এ বিদ্রোহ সফলভাবে দমনের জন্যে শ্রীমতি মা ভো বন্দরনায়ককে যাগপত অভিনন্দন জানিয়েছে। তা’হলে কি ধরে নিতে হবে, এ বিদ্রোহের পেছনে কোন বিদেশী শক্তির হাত ছিলনা ? এটা একান্তই সিংহলের আভ্যন্তরিণ ঘটনা” ?
উপরে উল্লেখিত প্রশ্নগুলি করেছিলেন, এক ইতালীয় কমিউনিষ্ট দম্পতি। তাঁরা তখন (১৯৭১) চীন ভ্রমণেরত ছিলেন। পরবর্তী- কালে দেশে ফিরে এসে তাদের চীন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে একটি বই লেখেন। বইটি ইংরেজী ভাষায় অনূদিত হয়। নাম ছিল “ডে-ট-ডে” লাইফ ইন চায়না” (চীনের দৈনন্দিন জীবনযাত্রা ) এই পুস্তকের এক স্তবকে সিংহলের যাব বিদ্রোহ সম্পর্কে উপরোক্ত প্রশ্ন ও তার উত্তর লিপিবদ্ধ করা হয়। কমরেড চৌ এন লাই নাকি বলেছিলেন, “বিদ্রোহীদের মধ্যে প্রথম দিকে অতিবাম প্রবণতার ঝোঁক ছিল প্রবল এবং পরের দিকে বিদ্রোহীদের মধ্যে অনুপ্রবেশ ঘটেছিল বিদেশী অননুচরদের ব্যাপক হারে।” কিন্তু এই “বিদেশী অনচের” শব্দটি সম্পষ্ট নয়। বিদেশী বলতে তিনি কাদের বুঝাতে চেয়েছিলেন? কমরেড চৌ এন লাই-এর উত্তরে ঐ পাস্তকের লেখকরা যেমন পরিপপূর্ণ সন্তোষ্ট হতে পারেননি, আমিও পদস্তকের ঐ অংশের পাঠক হিসাবে একটা অস্পষ্টতার ধূম্রজালে নিমজ্জিত ছিলাম। একারণ তখন থেকে সিংহলের যার বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে হন্য হয়ে ঘড়ে বেড়াচ্ছিলাম। অতি সম্প্রতি ভারতের পশ্চিম বাংলার শ্রীযুক্ত এস, কে, রায় কর্তৃক সংলিখিত “শ্রীলঙ্কা-৭১”
সি আই এ দেশে দেশে
এস,কে, রায় • সুসান জর্জ আনু মুহাম্মদ
সম্পাদনা : দেবেন সিকদার
প্রকাশকাল : প্রথম প্রকাশ- একুশে ফেব্রুয়ারী ১৯৮৫
৮ই ফাল্গুনে ১৩৯২ বাংলা
প্রকাশক : দেবেন সিকদার, বুলবুল প্রকাশনী, কুমিরা, চট্টগ্রাম।
মদ্রণে : টগর আর্ট প্রেস
২২৩ লাল মোহন সাহা ষ্ট্রীট, ঢাকা-১
প্রচ্ছদ : এন পাল, অজন্তা আর্ট
৩/৩২ লিয়াকত এ্যাভিনিউ ঢাকা-১
বিনিময় মূল্য : সাদা শোভন বোর্ড- বাঁধাই ৩০ টাকা
নিউজ শোভন বোর্ড- বাঁধাই ১৮ টাকা