যুদ্ধ শুধু মানুষের মুখই বদলায় না, বদলায় মানুষের ইতিহাস চেতনার আর সাহিত্য-সংস্কৃতি যখন সেই মানবিক চিন্তার পরিবেশজাত ফসলের দর্পণ, তখন সেই দর্পণেই সুচিহ্নিত হয় পরিবর্তিত অবস্থায় নতুনতর দিকদর্শন। সভ্যতার ক্রম বিকাশের ইতিহাস ব্যাখ্যাতেও দেখা যায় সামাজিক শ্রেণীভাগ পরিদৃষ্ট হবার আগে যে শিল্প-সাহিত্য ছিল সর্বজনীন সমাজ কল্যাণ প্রসূত ভাবনার দ্যোতক শ্রেণীভেদে সামাজিক কাঠামোর পুনর্বিন্যাস হবার সঙ্গে সঙ্গেই সেই সামাজিক কাঠামোর উপরি স্থল হিসাবে শিল্প সাহিত্য দর্শনের ক্ষেত্রটিও পরিবর্তিত হয়।
তাই গতিশীল নিয়মেই বাংলাদেশের সাম্প্রতিক মুক্তিযুদ্ধ যেমন দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক মনোভঙ্গির এক বৈপ্লবিক পরিবর্তনকে অবশ্যম্ভাবী করে তোলে, তেমনি আবার সাহিত্য-শিল্প-সংস্কৃতির চেতনার অবয়বেও মুক্তি যুদ্ধোত্তর অনুষঙ্গগুলি এক বহুধা বিস্তৃত পথ পরিবর্তনের ছাপকে সুচিহ্নিত করে ফেলে। ১৮৫৭ সালের সিপাহী যুদ্ধের পর বঙ্কিম সাহিত্যের যে বাঁক সৃষ্টি, তা যেমন একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নয়, তেমনি ১৭৮৯ এর পর ফরাসী সাহিত্যে ছোটগল্পের উৎপত্তির ঘটনাকেও ফরাসী দেশের শিল্প কাঠামোর বিপ্লব থেকে আলাদা ভাবে চিন্তা করার কোন কারণ দেখা যায় না।
আর বাংলাদেশের ঘটনার মতো বিশেষিত এ ধরণের জাতীয় মুক্তি সংগ্রামে প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের আপামর নিষ্পেষিত জনগণের বিক্ষোভ ক্রমান্বয়েই বিস্তৃতিজনিত বিস্ফোরণে যখন প্রত্যাঘাতের আসল নিয়ামক শক্তি হিসাবে পরিগণিত হয়, তখন সেই গণচেতনামুখীন অভিকর্ষেই দেশের রাজনীতি,
1. ‘What in fact is this emotional complex of tribal poetry ? It is a social reality…emergence of economic classes in society…division of the undifferentiated tribe into a class of workers who only work is reflected by a similar dichotomy in religion and art Caldwell : Illusion and Reality.
সুকান্ত প রি চ য়
সম্পাদনা : জিয়াদ আলী
প্রথম প্রকাশ : জুলাই, ১৯৭৩
প্রকাশক : কে. এম. ফারুক খান
খান ব্রাদার্স এ্যাণ্ড কোং, ৬৭, প্যারীদাস রোড, (বাংলা বাজার) ঢাকা -১ মুদ্রক : জাহানারা বেগম
আনন্দ মুদ্রণ, ১১, শ্রীশ দাস হৃষিকেশ দাস রোড, লেন, ঢাকা-১
ও এল. রহমান, জাতীয় মুদ্রণ, ঢাকা- ১
প্রচ্ছদ শিল্পী : নিতাই কুমার সাহা
মূল্য : দশ টাকা মাত্ৰ