নিবেদন
“মজলিস”-সম্পাদক পরম শ্রদ্ধাস্পদ আচার্য্য শ্রীযুক্ত মন্মথয়োহন বসু মন্মথমোহন এম-এ, মহাশয়ের উৎসাহে এবং উদ্যমশীল শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রনাথ কুমরি `সুহৃদ্বরের আগ্রহে ‘রঙ্গালয়ের রঙ্গ-কথা’ প্রথমে “মজলিস” পত্রিকায় প্রকাশিত হয়। এক্ষণে তাহা আব্যকমত সামান্য সংশোধিত এবং দুই চারিটী রঙ্গ-কথা নূতন সংযোজিত হইয়া স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশিত হইল ৷
নাট্যাচার্য্য শ্রীযুক্ত বাবু অমৃতলাল বসু এবং শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ মিত্র, শ্রীযুক্ত ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায়, শ্রীযুক্ত অপূৰ্ব্বকৃষ্ণ দত্ত, শ্রীযুক্ত হরিদাস” দত্ত, শ্রীযুক্ত মন্মথনাথ ঘোষ, শ্রীযুক্ত চুনিলাল দেব, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঘোষ, শ্রীযুক্ত নিখিলেন্দ্রকৃষ্ণ দেব, শ্রীযুক্ত ক্ষেত্রমোহন মিত্র, শ্রীযুক্ত অপরেশচন্দ্র মুখোপাধ্যয়, শ্রীযুক্ত ভুবনেশ মুস্তফী প্রভৃতি বঙ্গনাট্য শালার প্রবীণ ও প্রৌঢ় অভিনেতাগণ, ‘রঙ্গালয়ের রঙ্গ-কথা’ সংগ্রহে আমাকে অল্পাধিক পরিমাণে সাহায্য করিয়াছেন’ এ নিমিত্ত তাহাদের নিকট আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রহিলাম । ‘বাসনা’, ‘কনক ও নলিনী’ এবং ‘আমার কথা’, রচয়িত্রী সুবিখ্যাতা প্রবীণা অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসী এবং প্রতিভাময়ী অভিনেত্রী শ্রীমতী তারাসুন্দরীর নিকটও আমি কৃতজ্ঞ, বিশেষতঃ শ্রীমতী বিনোদিনী দাসী কেবলমাত্র রঙ্গ-কথা নহে, ‘ব্লক করিবার জন্য তাঁহার নিকট বহুকাল হইতে সযত্নে সংরক্ষিত অভিনেতা ও অভিনেত্রীগণের ফটো প্রদানে আমাকেযথেষ্ট সাহায্য করিয়াছেন।
মাননীয় নাট্যাচার্য্য শ্রীযুক্ত বাবু অমৃতলাল বসু মহাশয় এই পুস্তকের ভূমিকাটী লিখিয়া দিয়া গ্রন্থখানিকে গৌরবান্বিত এবং তৎসঙ্গে আমাকেও ধন্য করিয়াছেন।
এক্ষণে সহৃদয় পাঠকগণ যদ্যপি ‘রঙ্গালয়ের রঙ্গ-কথা’ পাঠে কিঞ্চিৎ আনন্দ লাভ করেন, তাহা হইলেই সমস্ত পরিশ্রম স্বার্থক জ্ঞান করিব।
১৩নং বসুন্তুাড়া লেন, বাগবাজার, কলিকাতা
১লা আশ্বিন ১৩৩০ সাল
বিনীত—
অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়
সেকালের নাট্যচর্চা
অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়
রঙ্গালয়ের রঙ্গকথা
সম্পাদনা সুনীল দত্ত
জাতীয় সাহিত্য পরিষদ
১৪, রমানাথ মজুমদার স্ট্রীট
কলিকাতা
প্ৰথম প্ৰকাশ : আশ্বিন, ১৩৩০
পুনর্মুদ্রণ : মহালয়া, ১৩৮৩
প্রচ্ছদ : প্রবীর বিশ্বাস
প্রকাশক : মীরা দত্ত, জাতীয় সাহিত্য পরিষদ, ১৪ রমানাথ মজুমদার স্ট্রীট, কলিকাতা ৭০০ ০০৯।
মুদ্রক : সনাতন হাজরা, প্রভাবতী প্রেস, ৬৭ শিশির ভাদুড়ী সরণী, কলিকাতা ৭০০ ০০৬ন
দাম : আট টাকা
Reviews
There are no reviews yet.