সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপর ভিত্তি করে কমিউনিস্ট পার্টি। লেনিন কর্তৃক প্রণীত এই নীতিতে পার্টির অভ্যন্তরে নীতিগত বিষয়গুলির গণতান্ত্রিক ও খোলামেলা আলোচনা করা হয়, যার পরে সম্মত নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য সম্পূর্ণ ঐক্যের প্রয়োজন হয়। সিপিএসইউ-এর মধ্যে সর্বোচ্চ সংস্থা ছিল পার্টি কংগ্রেস, যা প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয়। যখন কংগ্রেসের অধিবেশন ছিল না, তখন কেন্দ্রীয় কমিটি ছিল সর্বোচ্চ সংস্থা। কারণ কেন্দ্রীয় কমিটি বছরে দুবার মিলিত হয়, বেশিরভাগ দৈনন্দিন দায়িত্ব ও দায়িত্ব পলিটব্যুরো, (পূর্বে প্রেসিডিয়াম), সচিবালয় এবং অর্গবুরো (1952 সাল পর্যন্ত) ন্যস্ত ছিল। দলের নেতা ছিলেন সরকারের প্রধান এবং সাধারণ সম্পাদক, প্রিমিয়ার বা রাষ্ট্রপ্রধানের পদে অধিষ্ঠিত ছিলেন, অথবা তিনটি অফিসের মধ্যে দুটি একই সময়ে, কিন্তু তিনটি একই সময়ে কখনোই ছিল না। পার্টির নেতা ছিলেন সিপিএসইউ পলিটব্যুরোর ডি ফ্যাক্টো চেয়ারম্যান এবং সোভিয়েত ইউনিয়নের প্রধান নির্বাহী।
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নিয়মাবলী
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ২২শ কংগ্রেসে গৃহীত
২১ শে অক্টোবর, ১৯৬১
বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশলায়
মস্কো, ১৯৬২