বাংলা ছোট গল্পের জগতে চল্লিশের দশকে বিস্ময়ের সৃষ্টি করেছিলেন
এক তরুণ লেখক—ঢাকার ছেলে সোমেন চন্দ।
অবশ্য সময় পাননি তিনি তাঁর প্রতিভার পুরো পরিচয় দিতে। ২২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়—৮ই মার্চ ১৯৪২ সালে। জন্ম হয়েছিল দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারে, ১৯২০ সালে। ঢাকা জেলার গ্রামাঞ্চলে আর ঢাকা শহরে তাঁর শৈশব কৈশোর কেটেছিল। গ্রামীন ও নাগরিক দরিদ্র নিম্নবিত্ত মেহনতী মানুষের সংস্পর্শে এসেছিলেন তখনই। মেটিক পাশ করে মিটফোর্ড মেডিক্যাল স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু অশুস্থতার জন্য পড়া ছেড়ে দিতে হয়েছিল। কৈশোর থেকে সদ্য যৌবনে উত্তীর্ণ সোমেন চন্দের কর্মীজীবন শুরু হয়েছিল কিন্তু এই সময়েই। তখন উপমহাদেশে বৃটিশ রাজত্বের বিরুদ্ধে নতুন গণ অভ্যুদয়ের আয়োজন চলছে। নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি গোপনভাবে কাজ করছে। সোমেন এই পার্টির সংস্পর্শে এলেন এবং শুরু হলো তাঁর বিপ্লবী কর্মী জীবন । শুরু হলো দেশের স্বাধীনতার জন্য জনগণের মুক্তি সংগ্রামের সংগঠক- রূপে কাজ। কলেজে পড়া হলো না, চাকরী করা হলো না। কিন্তু যতদিন তিনি বেঁচেছিলেন, বিশ্রাম তিনি করলেন না। একদিকে ট্রেডইউনিয়ন গড়ার কাজ, সঙ্গে সঙ্গে গণমুখী ছোটো গল্প লেখার কাজ করে গেলেন।
১৯৬৯ থেকে ১৯৪২ সালের শুরু পর্যন্ত—এই তিন বছরে তিনি তাঁর ছোট গল্পগুলি লিখেছিলেন, যেগুলি “সোমেন চন্দের গল্পগুচ্ছ” নামে প্রকাশ করা হচ্ছে। কয়েকটি ছোটগল্প অবশ্য পাওয়া যায় নি। এছাড়া তিনি একটি উপন্যাস এবং কিছু গদ্য কবিতাও লিখেছিলেন। শিল্পী হিসেবে তিনি নিখাদ নিষ্ঠাবান মেহনতী ছিলেন…
সোমেন চন্দের গল্পগুচ্ছ
সম্পাদনা : রণেশ দাশগুপ্ত
প্রকাশক : এম. এ. আলীম
কালি কলম প্রকাশনী
চৌত্রিশ, বাংলাবাজার, ঢাকা-এক
প্রকাশকাল : কাৰ্ত্তিক, তেরশ’আশি
অক্টোবর, উনিশ শ’ তেহাত্তর
মুদ্রণে : আবদুর রউফ, দিগন্ত ছাপাখানা ছাব্বিশ, কুমারটুলি, ঢাকা- এক
প্রচ্ছদ : বিজয় সেন
মূল্য : দশ টাকা