আমাদের কথা
সর্বহারাশ্রেণীর বিশ্ব বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে লেনিন- স্তালিনের হাতে-গড়া সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট (বলশেভিক পার্টি এক সুউচ্চ ও জ্যোতিষ্মান স্থান অধিকার করে আছে। বিগত এক-দেড় শ’ বছরে দুনিয়ার দেশে দেশে সর্বহারাশ্রেণীর বিভিন্ন বৈপ্লবিক পার্টি গড়ে উঠছে এবং বড় বড় বৈপ্লবিক ভূমিকা পালন করেছে। কিন্তু একথা সুপরিজ্ঞাত, এগুলির মধ্যে বল- শেভিক পার্টি ই হল অন্যতম শ্রেষ্ঠ ও দৃষ্টান্ত স্থাপনকারী পার্টি; লেনিন-স্তালিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ই অর্জন করেছিল সবচেয়ে বৈচিত্রপূর্ণ, দীর্ঘকালীন ও সুসমৃদ্ধ অভিজ্ঞতা ।
সোভিয়েত সর্বহারাশ্রেণীর অগ্রণী বাহিনী হিসাবে বলশেভিক পার্টির বৈপ্লবিক ভূমিকা এবং তার নেতৃত্বে সংগঠিত অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব বিশ্বের সামগ্রিক গতিধারাকেই পালটে দিয়েছিল। বিংশ শতাব্দীর গোটা সময়- কাল ধরেই সমগ্র মানব-সমাজ আর তার রাজনীতি-অর্থনীতি ও মতাদর্শ- সংস্কৃতির ক্ষেত্রে, লেনিন, বলশেভিক পার্টি ও অক্টোবর বিপ্লবের প্রত্যক্ষ বা পরোক্ষ—সর্বব্যাপক প্রভাব অব্যাহতভাবেই বিদ্যমান রয়েছে। আমাদের ক্ষেত্রেও একথা অনস্বীকার্য্য রূপে সত্য। অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে মানবজাতির যে বিশ্ব ঐতিহাসিক মুক্তিদায়ী প্রক্রিয়া শুরু হয়েছিল, সমাজতান্ত্রিক লক্ষ্যে আমাদের জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনও সেই প্রক্রিয়ারই এক অবিচ্ছেদ্য অংশ। সে-কারণে সোভিয়েত পার্টির বৈপ্লবিক ও সংগ্রামী ভূমিকা ও ইতিহাসের সাথে পরিচিতি হওয়াটা আমাদের পক্ষে একান্তই জরুরী। স্তালিন বিরচিত এবং সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট (বলশেভিক) পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃ ক নিয়োজিত কমিশন কর্তৃক সম্পাদিত ও ১৯৩৮ সালে প্রকাশিত বর্তমান গ্রন্থটি হচ্ছে সেই বৈপ্লবিক ও সংগ্রামী ইতিহাসের এক জীবন্ত চিত্র।
১৯৫৬ সালে ক্রুশ্চভের নেতৃত্বে আধুনিক সংশোধনবাদী চক্র যখন সোভিয়েত পার্টি ও রাষ্ট্রের ক্ষমতা দখল করে, তখন অবিলম্বেই এই অমর গ্রন্থটিকে তারা আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত করে। ক্রিশ্চভ সংশোধনবাদ ছিল সোভিয়েত পার্টির বৈপ্লবিক লেনিনবাদী ধারা ও ইতিহাসের এক বিরুদ্ধ ও বৈরী শক্তি। সর্বহারা বিপ্লব ও মার্কসবাদ-লেনিনবাদের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করেছিল ; তাই, বলশেভিক বিপ্লবী ঐতিহ্য, ধারা ও ইতিহাসকে তারা মুছে ফেলতে চেয়েছিল। এরই অবিচ্ছেদ্য অংশ হিসেবে তারা প্রথমেই একদিকে আক্রমণ করেছিল স্তালিনকে, আর অন্যদিকে স্তালিনের এক অমর কীর্তি “সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট (বলশেভিক পার্টি’র ইতিহাসকে”।
দুনিয়ার মজদুর এক হও !
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট (বলশেভিক) পার্টির ইতিহাস
সংক্ষিপ্ত পাঠ
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট (বলশেভিক) পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক নিয়োজিত কমিশন কর্তৃক সম্পাদিত (১৯৩৮)
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট (বলশেভিক) পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত।
প্ৰথম খণ্ড
গণ-প্রকাশন
HISTORY OF THE COMMUNIST PARTY OF THE SOVIET UNION (BOLSHEVIKS) ( Short Course), 1938
অনুবাদ : সেরাজুল আনোয়ার
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর, ১৯৯১, ঢাকা
প্রকাশক : আনিসুর রহমান
৫৯, ইসলামপুর, ঢাকা
প্রাপ্তিস্থান : চলন্তিকা বই ঘর
১৪ বাংলাবাজার, ঢাকা দীপ্র প্রকাশনী, ৬৮/২, পুরানা পল্টন, ঢাকা
মুদ্রণে : হরপ্পা মুদ্রণ
১/২ এ, চন্দ্রমোহন বসাক স্ট্রীট, উয়ারী, ঢাকা
মূল্য : পঁচাত্তর টাকা