সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ১৯তম নিখিল ইউনিয়ন সম্মেলনের খবর সংগ্রহের জন্য সাংবাদিক হিসাবে আমন্ত্রিত হয়ে মস্কো সফরে গিয়ে এবার নানা বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছি। গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকার নীতি সম্পর্কে সম্যক অবহিত হওয়ার পর বলতে দ্বিধা নেই যে, সোভিয়েত সমাজ ব্যবস্থা সম্পর্কে এতোদিনের প্রচলিত বিশ্বাস ও ধারণা সবগুলো সমপরিমাণে অক্ষুণ্ণ রাখা সম্ভব হয় নি। বর্তমানে নতুন ভাবে, নতুন উদ্যমে সোভিয়েত ইউনিয়নে চলছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতন্ত্রের নতুন ভাবমূর্তি নির্মাণের এক দুরূহ প্রচেষ্টা।
সোভিয়েত কমিউনিস্ট পার্টির ১৯তম সম্মেলনে প্রতিনিধিদের সকল আলোচনা, সকল বিতর্কের লক্ষ্য ছিল সমাজতন্ত্রের অফুরন্ত প্রাণ শক্তিকে কি ভাবে আরো উজ্জীবিত করা যায়, ছয় দশকের সোভিয়েত ব্যবস্থায় যে অচলায়তন গড়ে উঠেছে তা কিভাবে দূর করা যায়। ভুলভ্রান্তিকে আড়াল করার যে প্রবণতা এতোদিন সোভিয়েত দেশে ছিল তা এখন আর নেই। সোভিয়েত সমাজকে গুণগতভাবে এক নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার লগ্নে অতীতের ভুলভ্রান্তিগুলোর চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত হচ্ছে নতুন পথ যাত্রার দিক-দর্শন।
সোভিয়েত কমিউনিস্ট পার্টির ১৯তম নিখিল ইউনিয়ন সম্মেলনে গৃহীত হয়েছে কতকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷
সোভিয়েত পার্টির এই সম্মেলনের প্রস্তাবসমূহের আলোকে রচিত এই বই থেকে আমাদের দেশের পাঠকরা ধারণা করতে পারবেন— সোভিয়েত সমাজে প্রকৃতই কি হচ্ছে, কি হতে যাচ্ছে। সমাজতন্ত্রকে বিশ্ব মানবের কাছে আরো অধিকতর গ্রহণযোগ্য করে তোলার জন্য সোভিয়েত নেতৃত্বের বর্তমান উদ্যোগের প্রতি আমাদের দেশের যে সকল প্রগতিকামী শক্তি সোৎসাহে নজর রাখছেন তাদের কাছে এ বইটি কিছুটা হলেও প্রয়োজনীয় হবে বলে বিশ্বাস রাখছি।…
সোভিয়েত ইউনিয়ন
নব যাত্রায় নব উদম
মতিউর রহমান
প্রকাশক : জ্ঞান প্রকাশনী
১৫, লারমিনি স্ট্রিট, উয়ারি,
চাকা- ১২০৩
প্রথম প্রকাশ : ডিসেম্বর, ১৯৮৮
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
মুদ্রাকর : এম. হক
মডার্ণ টাইপ ফাউন্ডার্স, প্রিন্টার্স
এণ্ড পাবলিশার্স লিঃ
২৪৪, নবাবপুর রোড, ঢাকা ১১০০
মূল্য : কুড়ি টাকা