ভুমিকা
পৃথিবীর নানা ভাষায় স্তালিনের জীবনী লেখা হয়েছে। সেই সব জীবনীতে অনেক ঘটনাবলীরই উল্লেখ নেই। কিন্তু হিন্দীতে স্তালিনের জীবনী লেখা হয়নি বললেই চলে। এমনিতে স্তালিনের ঐতিহাসিক জীবনী লেখাই হয়নি, তাছাড়া ভবিষ্যৎ পৃথিবীর পথ-প্রদর্শকের প্রতি শ্রদ্ধা জানানোও আমার এক উদ্দেশ্য। সেজন্যে আমি কলম তুলে নিয়েছি। আমি জানি, এ-জীবনীতেও এটি থেকে যাবে, যে এটি আমার ভাষায় লিখিত জীবনীতে সচরাচর দেখা যায়। তা হচ্ছে—ব্যক্তিগত জীবনের ঘটনা-সংগ্রহের স্বল্পতার জন্যে। আমি তাঁর ব্যক্তিগত জীবনের তথ্য-সংগ্রহের চেষ্টা করছি। কিন্তু সে তথ্য সংগ্রহের জন্যে অনিশ্চিত কাল বসে থাকা এবং এই গ্রন্থ প্রকাশে বিলম্ব ঘটুক তা আমি ঠিক মনে করিনি। আশা করছি, দ্বিতীয় সংস্করণে সে-সব তথ্য সংযোজিত করে পাঠকদের সমীপে উপস্থিত করতে পারব। স্তালিনের জীবনী শধুমাত্র জ্ঞান বিকাশের একটা হাতিয়ারই নয়। বরং জীবনের প্রতিটি পদক্ষেপে তা আলোর বর্তিকা স্বরূপও।
স্তালিনের জীবনী লেখার সময় আমার মনে হয়েছিল, হিন্দী ভাষাভাষী পাঠকদের জন্যে বিশ্বের মহান, নির্মণিকতার যে জীবনী উপস্থিত করছি সেটি তাঁদের কাজে লাগবে। ইচ্ছে আছে, স্তালিনের জীবনীর মতো মার্কস, এঙ্গেলস, লেনিন এবং মাও সে-তঙ—এই চারজনের জীবনী লিখি। এই পাঁচজন মহামানবের জীবনী লেখার সংকল্প নিয়ে আমি মার্কসের জীবনী লেখাও শরু করেছি। আশা আছে, বাকি তিনজনের জীবনী ১৯৫৩ সালের মধ্যে লিখে শেষ করব। তাছাড়া এ-কথাও ভাবছি, ‘নতুন বিশ্বের নির্মাতা’—এই নাম দিয়ে, বিশ্বকে যাঁরা নতুন করে সৃষ্টি করতে চেয়েছিলেন, এরকম বিশজন মহামানবের জীবনী লিখব। যাঁদের মধ্যে এশিয়া এবং ইউরোপের অনেক দেশের নেতারা থাকবেন। কিন্তু, অনেকের সম্পর্কে ইংরেজি এবং রাশিয়ান ভাষাতেও তথ্যাদি সহজলোভ্য নয়। সেজন্যে বলতে পারি না, আমার সে ইচ্ছে কত দিনে পরণ হবে ৷
মিসৌরী
নভেম্বর, ১৯৫৩
রাহুল সাংকৃত্যায়ন…
স্তালিন
রাহুল সাংকৃত্যায়ন
STALIN
Bengali translation of Rahula Sankrityayan’s Hindi Original
Stalin
প্রথম সংস্করণ: নভেম্বর, ১৯৯৫, অগ্রহায়ণ, ১৪০
প্রকাশক : শিবব্রত গঙ্গোপাধ্যায়
চিরায়ত প্রকাশন প্রাইভেট লিমিটেড
১২ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০ ০০৬
মুদ্রাকর : শ্রীপ্রদীপ কুমার হাজরা শ্রীমন্ত্রণ
৪০ শিবনারায়ণ দাস লেন, কলকাতা ৭০০ ০০৬ রাজনীতি
অনুবাদ : কমলেশ সেন
প্রচ্ছদ : সদীপন ভট্টাচার্য
প্রচ্ছদে ব্যবহৃত স্তালিনের প্রতিকৃতিটি পিকাসো কর্তৃক অঙ্কিত ৷ স্তালিনের মৃত্যুর পর লই আরাগর বিশেষ অননুরোধে ‘লে লেত্র, ফ্রসেজ’-এর মার্চ ১২-১৯, ১৯৫৩ সংখ্যার জন্য, পিকাসো ৮ মার্চ, ১৯৫৩-তে কাঠকয়লায় ছবিটি এঁকেছিলেন।
ISBN 81-85696-24-1
মূল্য: ৫০.০০ টাকা
[মূল গ্রন্হের বাঙলা অননুবাদের সর্ব স্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত]