এই শতাব্দীর প্রথম পর্বেই জঙ্গী জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ও দেশপ্রেমী যুবকরা উপলব্ধি করেন, শুধু বিদেশী পণ্য বর্জন করেই দেশমাতৃকার বন্ধন মোচন সম্ভব নয়, চাই উংরাজ শাসনের অবসান। বৃটিশ রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের উদ্দেশ্য নিয়ে শুরু হয় নতুন জাতীয়তাবাদী ধারা। ভারতের মুকিত্ সংগ্রামে অহিংস অসহযোগ আন্দোলনের পাশাপাশি সশস্ত্র বিপ্লবের এই লড়াই এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের খুলনা জেলাতেও এই দুই ধারা সক্রিয় ছিল। স্বাধীনতা সংগ্রামে খুলনাবাসীর ঐ ভূমিকা তুলে ধরাই এই বইয়ের মুখ্য উদ্দেশ্য।
১৯৭৯ সালের এপ্রিল মাস থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করি, মাঝে মধ্যে শারীরিক অসুস্থতা বাধ সেধেছে। সরকারী নথিপত্র, সংবাদপত্রের পুরনো ফাইল, প্রবীণ স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি।
স্বাধীনতা সংগ্রামে খুলনা
অজিত কুমার নাগ
প্রথম প্রকাশ : ১৫ আগষ্ট, ১৯৮৪
প্রকাশক : বিদ্যুৎ বসু
পি-১৮, মতিঝিল এভিনিউ, কলিকাতা ৭০০ ০৭৪
দাম : পনেরো টাকা