হেগেলীয় দর্শনের বৈশিষ্ট্য ও বিরাটত্ব আজ পর্যন্ত স্বীকৃত হইতেছে, এবং অনেক দার্শনিকের মতে এই দর্শন পাশ্চাত্য ভাববাদী দর্শনের পরিণততম রূপ। বাস্তবিক হেগেলের দার্শনিক মতবাদ উপলব্ধি করিতে পারিলে যে কোন ভাববাদী দর্শনের সারর্মম হৃদয়ঙ্গম করা সহজসাধ্য হয়। ইহাও সম্পূর্ণ সত্য যে হেগেলের পরবর্তী দার্শনিকদের উপর তাঁহার দর্শনের প্রভাব সুস্পষ্ট। এই দর্শন যে কেবলমাত্র পরবর্তী তত্ত্বদর্শনের মেটাফিজিকস্) গতি নিয়ন্ত্রিত করিয়াছে তাহা নহে, ইহা বিশেষভাবে সমাজনীতিকে ও রাজনীতিকেও প্রভাবান্বিত করিয়াছে। ইহা বোধ হয় সম্পূর্ণ সত্য যে আধুনিক রক্ষণশীল রাজনৈতিক ও সমাজনৈতিক মতবাদের দর্শনিক ভিত্তি অ্যারিষ্টটলের ও হেগেলের দার্শনিক মতবাদ। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি (ডায়লেকটিক্যাল মেথড) তাঁহার পরবর্তী দার্শনিকদের চিন্তাধারাকে বিশেষভাবে প্রভাবিত করিয়াছে। বেবল যে ভাববাদী দার্শনিকগণই এই পদ্ধতি অনুসরণ করিয়াছেন তাহা নহে, মার্কপন্থী বস্তুবাদী দার্শনিকগণও এই পদ্ধতির গুরুত্ব স্বীকার করিয়াছেন।
হেগেলের দাশর্নিক মতবাদ ও মার্কসীয় দর্শন
শ্রী নগেন্দ্রনাথ সেনগুপ্ত
প্রকাশক : এম, আবদুল হক
প্রকাশ ভবন
৫, বাংলা বাজার, ঢাকা-১
প্রকাশকাল : জানুয়ারী ১৯৭৪
দাম : আট টাকা পঞ্চাশ পয়সা