বর্তমান গ্রন্থের প্রথম প্রবন্ধটি লেখা হইয়াছে প্রসিদ্ধ গ্রহ Capital-এ সন্নিবিষ্ট মার্কস-এঙ্গেলস-এর মুখবন্ধগুলি অবলম্বনে। দ্বিতীয় প্রবন্ধটি হেগেলের Philosophy of History-র সুবৃহৎ ভূমিকাখানি অবলম্বন করিয়া লিখিয়াছি। তৃতীয় ও চতুর্থ প্রবন্ধের মালমশলা সংগৃহীত হইয়াছে প্লেখানভের Essays on the History of Materialism-এর Marxism-এর অধ্যায় এবং Capital প্রথম ভাগের পঞ্চম পরিচ্ছেদ হইতে। মার্কসবাদ যাঁহারা প্রতিষ্ঠা করিয়াছেন এবং মার্কসবাদ সম্বন্ধে যাঁহারা বিশেষজ্ঞ তাঁহাদের নিজেদের লেখার সারাংশ পাঠকগণের সম্মুখে উপস্হিত করাই সমীচীন মনে করিলাম। হেগেল দর্শন সাধারণত আমাদের নিকট দুর্বোধ্য; কিন্তু চমৎকার গ্রন্হ Philosophy of History-তেই হেগেল তাঁহার দার্শনিক-তত্ত্বকে সহজে ফুটাইয়া তুলিয়াছেন। বাংলার জাগতবুদ্ধি তরুণমন যে ধীরে ধীরে হেগেল দর্শনের প্রতি আকৃষ্ট হইবে তাহা নিঃসন্দেহ।
হেগেল ও মার্কস
রেবতীমোহন বর্মন
প্রথম সংস্করণ : ডিসেম্বর, ১৯৯৪ দ্বিতীয় সংস্করণ : নভেম্বর, ২০০০
প্রকাশক : সলিলকুমার গাঙ্গুলি
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড ১২ বঙ্কিম চাটার্জি স্ট্রীট কলিকাতা-৭০০০৭৩
মুদ্রক :
সমীর দাশগুপ্ত
গণশক্তি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড
আলিমুদ্দিন স্ট্রীট
দাম : ছয় টাকা
